ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘পাঠান’ থেকে যে পারিশ্রমিক নিয়েছেন শাহরুখ-দীপিকারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ২৪ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নতুন বছরের শুরুর দিকে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের জুটিকে বহু বছর পর বড় পর্দায় দেখা যাবে বলে দীর্ঘ দিন ধরে অপেক্ষা করে রয়েছে দর্শকমহল। শাহরুখ এবং দীপিকা ছাড়াও এই সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহাম, আশুতোষ রানা, ডিম্পল কাপাডিয়ার মতো তারকাদের।

২৫০ কোটি টাকা বাজেটের এই সিনেমাতে অভিনয় করে মোটা টাকার পারিশ্রমিক নিয়েছেন তারকারা। কিন্তু পারিশ্রমিকের মধ্যে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য।

২০১৮ সালে ‘জিরো’ সিনেমাতে শেষবার শাহরুখ খানকে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তারপর অভিনেতাকে বড় পর্দায় দেখা গেলেও তা শুধুমাত্র ক্যামিয়ো চরিত্রে। ৪ বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে ‘কামব্যাক’ করছেন তিনি। 

‘পাঠান’ সিনেমাতে অভিনয় করার জন্য শাহরুখ সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন। এই সিনেমা থেকে ১০০ কোটি টাকা উপার্জন করেছেন শাহরুখ।

‘পাঠান’ সিনেমাতে শাহরুখের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। তিনি  উপার্জন করেছেন ১৫ কোটি টাকা।

‘পাঠান’ সিনেমাতে অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে। পারিশ্রমিকের দিক দিয়ে বিচার করলে দীপিকার থেকে বেশি উপার্জন করেছেন তিনি। ২০ কোটি পারিশ্রমিক পেয়েছেন জন।

অতিথিশিল্পী হিসেবে এই সিনেমাতে অভিনয় করবেন সালমান খান। সিনেমাতে তাকে দেখা যাবে একটি নজরকাড়া ক্যামিয়ো চরিত্রে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি