ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অভিনয়ের সেটেই অভিনেত্রীর ঝুলন্ত দেহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ২৪ ডিসেম্বর ২০২২ | আপডেট: ২১:০৫, ২৪ ডিসেম্বর ২০২২

তুনিশা শর্মা

তুনিশা শর্মা

Ekushey Television Ltd.

সিরিয়ালের সেট থেকেই ভারতীয় তরুণ অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। ‘আলিবাবা: দাস্তান-ই কাবুল’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করতেন তুনিশা শর্মা নামের এই তরুণী। 

শনিবার (২৪ ডিসেম্বর) বছর কুড়ির ওই অভিনেত্রীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায় শুটিং সেটের মধ্যে। 
এর পরেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, মারা গেছেন তুনিশা।

ময়নাতদন্তের জন্য মহারাষ্ট্রের ভিওয়াড়ি হাসপাতালে পাঠানো হয়েছে তুনিশার দেহ। 

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তুনিশা। ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’ সিরিয়াল দিয়ে শুরু। ‘আলিবাবা: দাস্তান-ই-কাবুল’-এ রাজকুমারী মরিয়মের ভূমিকায় অভিনয় করছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত গোটা ইন্ডাস্ট্রি।

শুধু টেলিভিশন সিরিয়ালে নয়, ‘ফিতুর’, ‘বার বার দেখো’, ‘কহানি-২’, ‘দুর্গা রানি সিংহ’, ‘দাবাং ৩’-এর মতো ছবিতেও দেখা যায় তুনিশাকে। ‘ফিতুর’ এবং ‘বার বার দেখো’তে ক্যাটরিনা কাইফের শৈশবের চরিত্রে অভিনয় করেন। কালারস টিভিতেও তার সিরিয়াল ‘ইন্টারনেট ওয়ালা লাভ’ দর্শকের মন ছুঁয়ে যায়।

সামাজিক মাধ্যমেও খুব সক্রিয় ছিলেন তুনিশা। সদা হাসিখুশি এই তরুণী সেটে সবার সঙ্গে বেশ মজা করে কথা বলতেন বলেই জানা গেছে। তার এহেন পদক্ষেপে হতবাক সবাই। 

কিছুদিন আগে টেলিভিশন অভিনেত্রী বৈশালী ঠক্করও একইভাবে আত্মঘাতী হন। সূত্র- আনন্দবাজার পত্রিকা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি