ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

স্বামী রাজকে জীবন থেকে ছুটি দিলেন পরীমনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ৩১ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সংসার ভাঙার ইঙ্গিত দিলেন তিনি। শুধু তাই নয়, তার জীবন থেকে স্বামী শরিফুল রাজকে চিরতরে ছুটিও দিয়েছেন বলে জানান দিয়েছেন অভিনেত্রী।

কয়েকমাস ধরেই তাদের দাম্পত্যকলহের গুঞ্জন ছিল। এবার তাদের বৈবাহিক সম্পর্কে ফাটলের বিষয়টি প্রকাশ্যে আনলেন নায়িকা নিজেই।  

শুক্রবার দিবাগত রাতে পরী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের স্পষ্ট ইঙ্গিত দেন। 

পরীমনি লিখেছেন- ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’

পরীমনি ও শরিফুল রাজ প্রেমের সম্পর্কে জড়ান ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময়। এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজন। শরীফুল রাজ ও পরীমনির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম আর উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি।

এ বছরের জানুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই তারকা দম্পত্তি। পরে ১০ আগস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক পুত্রসন্তান যার নাম রাখা হয় শাহেম মুহাম্মদ রাজ্য। আর এরই মধ্যে বেজে উঠলো বিচ্ছেদের গান।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি