ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অস্কারে মনোনীত ভারতীয় ছবির প্রদর্শন প্রিয়ঙ্কার বাড়িতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ৮ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

এই বছর অস্কারে মনোনীত ‘চেলো শো’ ছবিটি চর্চায় রয়েছে। লস অ্যাঞ্জেলসের বাড়িতে এই ছবির বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করলেন প্রিয়ঙ্কা চোপড়া।

মায়ানগরী ছেড়ে আপাতত বিদেশেই সংসার প্রিয়ঙ্কা চোপড়ার। তবে বিদেশে থাকলেও তিনি যে মনেপ্রাণে এখনও ভারতীয় ছবির পাশে আছেন তা আরও একবার প্রমাণিত হল। সুদূর মার্কিন মুলুকে অভিনেত্রী চলতি বছরের অস্কারে সেরা আন্তর্জাতিক ছবির বিভাগে মনোনীত ছবি ‘চেলো শো’-এর প্রদর্শনের আয়োজন করলেন। কোনও প্রেক্ষাগৃহ নয়, লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতেই এই ছবির প্রদর্শনের ব্যবস্থা করলেন তিনি।

নলিন কুমার পাণ্ড্য ওরফে প্যান নলিনের ছবি ‘চেলো শো’। গত বছর জুন মাসে মুক্তি পায় এই ছবি। সিনেমার প্রতি অগাধ ভালবাসা থেকে স্বপ্নপূরণের প্রবল ইচ্ছা। গুজরাতের এক গ্রামের ন’বছর বয়সি বালক সময়। স্বপ্নপূরণ করতে গিয়ে সে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়, তা নিয়েই তৈরি এই ছবি। দর্শক এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়ে চলতি বছরের অস্কারে সেরা আন্তর্জাতিক ছবির বিভাগে মনোনয়ন ছিনিয়ে নিয়েছে ‘চেলো শো’। সেই জন্যই লস অ্যাঞ্জেলসের বাড়িতে ছবির প্রদর্শনের আয়োজন করেন প্রিয়ঙ্কা। পরিচালক ছাড়াও প্রদর্শনে উপস্থিত ছিলেন, ছবির শিশু অভিনেতা ভাবিন রাবারি। এই অনুষ্ঠানের একাধিক ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি