ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

রাখি সাওয়ান্ত বিয়ে করে হলেন ‘ফাতিমা’!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৪, ১২ জানুয়ারি ২০২৩

ফের বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউডের ‘মির্চি গার্ল’ রাখি সাওয়ান্ত। প্রেমিক আদিল ডুরানির সঙ্গে গোপনে আইনি বিয়ে সেরেছেন তিনি।

জানা গেছে, ২০২২ সালের ২ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের ছবি ভাইরাল হয়েছে।

এদিকে মুসলিম যুবক আদিলকে বিয়ের পর নিজের নাম পরিবর্তন করেছেন রাখি। নামের সঙ্গে ‘ফাতিমা’ যুক্ত করে এখন তিনি ‘রাখি সাওয়ান্ত ফাতিমা’।

ভাইরাল হওয়া বিয়ের একটি ছবিতে দেখা যাচ্ছে, রেজিস্ট্রির কাগজ হাতে দাঁড়িয়ে রয়েছেন রাখি ও আদিল। তাদের দুজনের গলায়ই শোভা পাচ্ছে বরমালা।

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, রেজিস্ট্রির কাগজে সাইন করছেন রাখি। আর সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদিল।

 তবে আপাতত, এই ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি রাখি ও আদিল কেউ-ই।

খবরে থাকতে বরাবরই রাখি নানারকম চমক দিয়ে থাকেন। এই যেমন, বিগ বস ১৫-র সময় রাখি হঠাৎই জানিয়ে দেন, তিনি রীতেশ নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের সম্পর্কে আবদ্ধ। এই রীতেশ নাকি থাকেন কানাডাতে। রীতেশের রয়েছে স্ত্রী ও সন্তানও। তবুও নাকি রাখির সঙ্গে বিয়ে করেছেন তিনি। এমনকী, এই রীতেশকে রাখি নিয়ে এসেছিলেন বিগ বসের ঘরেও। রীতেশকে দেখে, সালমন বলেছিলেন, রাখি নিশ্চয়ই স্বামী ভাড়া করেছেন! সেই নিয়েও বিগ বসের অন্দরে হয়েছিল শোরগোল।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি