ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

বুর্জ খলিফায় ঝড় তুলল পাঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ১৫ জানুয়ারি ২০২৩

‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গান নিয়ে বিতর্কের শেষ নেই। তবে আপাতত শাহরুখের নতুন সিনেমার উন্মাদনায় বুদ বলিউড বাদশার অনুরাগীরা। সিনেমাটি মুক্তির অপেক্ষায় প্রায় সকলেই। তার মাঝেই দুবাইয়ের বুর্জ খলিফায় প্রদর্শিত হল পাঠান’র ট্রেলার। সে সময় বিশ্বের উচ্চতম বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে সিগনেচার স্টেপও দেখালেন শাহরুখ।

তখন শাহরুখকে দেখা যায় ক্যাজুয়াল পোশাকে। পরনে ছিল কালো রংয়ের জ্যাকেট। ট্রেলারে যখন সিনেমার আরেক গান ‘ঝুমে জো পাঠান’ দেখাচ্ছিল তখন সেই গানের সঙ্গে স্টেপও দেখাচ্ছিলেন তিনি।

সে সময় তার মুখে শোনা যায় একাধিক সংলাপ। কখনও বলছিলেন, “পার্টি রাখোগে তো মেহমান নাবাজিকে লিয়ে পাঠান তো আয়েগা অর সাথ মে পটাকা ভি লায়েগা”।

আবার শোনা যায়, “আপনি কুর্সি কি পেটি বাঁধ লো, মৌসম বিগড়নে ওয়ালা হ্যায়”-এর মতো সংলাপও। সব মিলিয়ে মুগ্ধ শাহরুখ অনুরাগীরা। 

এসবের ছবি, ভিডিও ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে শাহরুখের কামব্যাক সিনেমা ‘পাঠান’। সিনেমা নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে এরইমধ্যে। সিনেমার ‘বেশরম রং’ গান নিয়ে আপত্তি তোলা হয়েছে। নায়িকা দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি পরা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। টুইটারে ট্রেন্ডিং হয়েছে ‘বয়কট পাঠান’। এমন পরিস্থিতে সিনেমার বেশ কিছু সংলাপে বদল আনার কথা রয়েছে।

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি