ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

যেসব সিনেমা দেখা যাবে আজ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ১৬ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরের পর্দা উঠেছে শনিবার। এদিন বিকালে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে উৎসবের উদ্যোক্তা রেইনবো চলচ্চিত্র সংসদ।

শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনের অনুষ্ঠানিকতা, যা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।

এ আয়োজনে বেশ কয়েকটি ক্যাটাগরিতে ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র থাকছে। এরমধ্যে পূর্ণদৈর্ঘ্য সিনেমা আছে ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আছে ১২৩টি, যার মধ্যে বাংলাদেশের সিনেমা ৮১টি।

বরাবরের মত এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমো, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে অংশগ্রহণকারী চলচ্চিত্রগুলো।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে ২২ জানুয়ারি।

আজ যেসব চলচ্চিত্র দেখা যাবে এবং কোথায় কোন সিনেমা দেখানো হবে তা দেখে নিন এক নজরে-

জাতীয় জাদুঘর (প্রধান মিলনায়তন)
সকাল ১০টা ৩০ মিনিটে মম, আ’ম অ্যালাইভ, কাজাখস্তান। বেলা ১টায় দ্য অ্যাপল ডে, ইরান। বেলা ৩টায় কারমালিংক, কম্বোডিয়া, যুক্তরাষ্ট্র। বিকেল ৫টায় হাওয়া, বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় মাদারলেস, ইরান।

জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)
সকাল ১০টা ৩০ মিনিটে দ্য লাস্ট স্নো, ইরান। বেলা ১টায় ঢেউ, বাংলাদেশ। বেলা ৩টায় ফরবিডেন ওম্যানহুড, ইরান। বিকেল ৫টায় এবং চাঁদ, ভারত। সন্ধ্যা ৭টায় সিলভেস্টার ইন লাভ, ইতালি।

শিল্পকলা একাডেমি (জাতীয় আর্ট গ্যালারি মিলনায়তন)
সকাল ১০টা ৩০ মিনিটে সৌদি বেল্লাকা, ভারত। বেলা ১টায় দ্য হান্টারেস, চিলি। বেলা ৩টায় দ্য অপোজিশন, ইরান। বিকেল ৫টায় দ্য ডোর, বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় ধূসরযাত্রা, বাংলাদেশ।

শিল্পকলা একাডেমি (সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন)
সকাল ১০টা ৩০ মিনিটে বালিত, ইরান। বেলা ১টায় জাজড বডিজ, আর্জেন্টিনা। বেলা ৩টায় লাইক ফাদার, লাইক সন, রাশিয়া। বিকেল ৫টায় বিফোর রেইন, বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় আদার রে: আর্ট অব সত্যজিৎ রায়, ভারত।

শিল্পকলার জাতীয় আর্ট গ্যালারি মিলনায়তন (ষষ্ঠ তলা)
সকাল ১০টা ৩০ মিনিটে কিকো অ্যান্ড দ্য অ্যানিমেলস, ফ্রান্স ও সুইজারল্যান্ড। বেলা ১টায় উই শ্যাল মিট ইয়েট অ্যাগেইন, ভারত। বেলা ৩টায় দ্য উইন্ড দ্যাট শেকস দ্য সুগার ক্যানস, ইরান। বিকেল ৫টায় জন্ম নিল বাংলাদেশ, ভারত। সন্ধ্যা ৭টায় ডিয়ার ফ্রেন্ড, ভারত।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি