ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

অ্যামেরিকান প্রবীণ অভিনেতা আল ব্রাউন মারা গেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ১৭ জানুয়ারি ২০২৩

৮৩ বছর বয়সে মারা গেলেন অ্যামেরিকান প্রবীণ অভিনেতা আল ব্রাউন। জনপ্রিয় টিভি শো ‘দ্য ওয়্যার’-এ অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন আল ব্রাউন। ব্লকবাস্টার এইচবিও শো’টিতে পুলিশ কমান্ডার স্ট্যানিস্লাউস স্ট্যান ভালচেকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

ব্রাউনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তার মৃত্যুর খবরটি ঘোষণা করা হয়।

আল ব্রাউনের কন্যা জেনি গণমাধ্যমে বলেছেন লাস ভেগাসে মারা গেছেন তার বাবা। তিনি আলঝেইমার রোগে ভুগছিলেন।

আল ব্রাউন ১৯০৯০ এর দশকে অভিনয়ে এসেছিলেন। এর আগে তিনি ভিয়েতনাম যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। মার্কিন বিমান বাহিনীর দুটি যুদ্ধ সফরে ছিলেন এই অভিনেতা।

"রেসকিউ মি," "কমান্ডার ইন চিফ", "ফরেনসিক ফাইলস" এবং "ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিকটিমস ইউনিট" সহ অনেক টিভি শোতে অভিনয় করেছিলেন ব্রাউন। তবে তিনি ‘দ্য ওয়্যার" টিভি সিরিজে ‘ভালচেক’ চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বিখ্যাত ছিলেন। ‘দ্য ওয়্যার" এর পাঁচটি মৌসুমেই অভিনয় করেছেন আল ব্রাউন। 

সূত্র: সিএনএন

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি