ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

মধ্যরাতেও ‘পাঠান’ চলবে রূপালি পর্দায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ২৬ জানুয়ারি ২০২৩

‘পাঠান’ মুক্তির প্রথম দিনেই দর্শকের উন্মাদনা দেখেই পরিষ্কার, এই খেতাব মোটেই বাড়াবাড়ি নয়। বরং সময় যত এগোচ্ছে, শাহরুখ খানের ‘পাঠান’ নিয়ে উত্তেজনা আরও বাড়ছে বই কমছে না। অগ্রিম টিকিট বুকিংয়ের সময় চালু করা হয়েছিল সকাল ৬টা ও ৭টার শো। এ বার দর্শকের চাহিদা মেটাতে মধ্যরাতেও শো চালুর উদ্যোগ নিয়েছে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। সপ্তাহের মাঝখান, তাতে কী! দলে দলে লোক গিয়ে ভিড় জমিয়েছেন প্রেক্ষাগৃহের সামনে— সে সিঙ্গল স্ক্রিন হোক বা মাল্টিপ্লেক্স। চাহিদা এতটাই যে, ছবি মুক্তির দিন তিনেক আগেই থেকে টিকিটের জন্য প্রায় চাতক পাখির মতো অপেক্ষা করে থাকতে হয়েছে দর্শককে। এ বার তাঁদের কথা মাথায় রেখেই রাত সাড়ে ১২টায় ‘পাঠান’-এর শো চালু করার সিদ্ধান্ত নিল ছবির প্রযোজক ‘যশরাজ ফিল্মস’। শুধু মুম্বাইয়ে নয়, গোটা ভারতেই মধ্যরাতের শো চালুর ব্যবস্থা ওয়াইআরএফের।

দীর্ঘ ৪ বছরের অপেক্ষা শেষে রুপোলি পর্দায় ফিরেছেন বলিউডের ‘বাদশা’। দর্শকের উন্মাদনা ও টিকিটের চাহিদা দেখে ছবি মুক্তির প্রথম দিনেই পর্দার সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় গোটা ভারতের একাধিক সিনেমা হল কর্তৃপক্ষ। ২৪ জানুয়ারি পর্যন্ত ভারতে মোট ৫২০০টি পর্দায় ‘পাঠান’ প্রদর্শনের কথা ছিল। বুধবার প্রথম শোয়ের পরে আরও ৩০০টি পর্দা বাড়ানোর সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। সারা ভারতে আপাতত মোট ৫৫০০টি পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। বিদেশে এই সংখ্যাটা ২৫০০। বিশ্বজুড়ে মোট ৮০০০টি পর্দায় প্রদর্শিত হচ্ছে ‘বাদশা’র কামব্যাক।

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি