ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বয়স অল্প হওয়ায় ভুল, ক্ষমা প্রার্থনা পূজা চেরীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্র জগতে পা রাখেন নায়িকা পূজা চেরী। শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করে পরে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। ‘পোড়ামন-২’, ‘দহন’ ও ‘নূর জাহান’ সিনেমাগুলোর মাধ্যমে নায়িকা হিসেবে চলচ্চিত্রে আলোচনায় আসেন পূজা। 

কিন্তু জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। ফলে অন্য প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা করা শুরু করেন।

এবার আবার ঘরে ফিরতে চাইছেন পূজা চেরী। তিনি জাজ মাল্টিমিডিয়ার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে সোমবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন- 

‘আমি পূজা চেরী। আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করিয়েছে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া ,মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়া, রমিম ভাইয়া, মেজবাহ ভাইয়া সহ আরো অনেকে মিলেই জাজ। আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন।’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি