ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রযোজকের বিরুদ্ধে চিত্রনায়ক শাকিব খানের মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৯, ২৩ মার্চ ২০২৩ | আপডেট: ১৯:৫২, ২৩ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

চাঁদা দাবি ও হত্যার হুমকি দেয়ার অভিযোগে রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে মামলাটি করেন তিনি। এ সময় আদালত তার জবানবন্দি গ্রহণ করেন।

একইসাথে রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল হাজির হওয়ার সমন জারি করেছেন আদালত। এর আগে মামলা করতে বেলা ১১টা ১৩ মিনিটে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন শাকিব খান।

এই প্রযোজকের নামে মানহানি মামলা করতে ১৮ মার্চ রাতে গুলশান থানায় গেলে সেখানে তার মামলা নেয়া হয়নি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি