ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

১৩ বছর পর বাংলাদেশের সিনেমায় মিঠুন চক্রবর্তী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ২৭ মার্চ ২০২৩

১৩ বছর পর বাংলাদেশের সিনেমায় দেখা যেতে পারে মিঠুন চক্রবর্তীকে। এই মুহূর্তে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন তিনি। টালিউডে তাঁর শেষ মুক্তি প্রাপ্ত ছবি ‘প্রজাপতি’। যা হালআমলে ব্যবসার নিরিখে সফলতম ছবি। এ ছাড়াও তাঁকে দেখা যাচ্ছে একটি নাচের রিয়্যালিটি শো-তে। এ ছাড়াও রাজনীতি নিয়েও রয়েছে ব্যস্ততা। এর মাঝেই এ বার ১৩ বছর পর ঢালিউডে কাজ করতে চলেছেন মিঠুন চক্রবর্তী।

শোনা যাচ্ছে, প্রাথমিক ভাবে কথাবার্তাও সারা। ছবিতে কাজ করতে রাজি হয়েছেন তিনি। ছবিটা যে করবেন, কথা দিয়েছেন মিঠুন। ছবির চিত্রনাট্যকার আবদুল জাহির বলেন, ‘‘তিন মাস ধরে গল্পটি নিয়ে আমাদের কথা হচ্ছিল। আমরা আগে চিত্রনাট্য পাঠিয়েছিলাম। রোববার বিস্তারিত কথা হল।’’

শুনে পছন্দ হয়েছে মহাগুরুর, জানান চিত্রনাট্যকার। কথা দিয়েছেন ছবিটি করবেন। আবদুল বলেন, ‘‘তাঁর হাতে আরও দুটি কাজ রয়েছে। সে সব মিলিয়েই তিনি শিডিউল মেলাবেন। আশা করছি, ঈদের আগেই আমরা চুক্তিবদ্ধ হয়ে যাব। হয়তো অক্টোবরের দিকে আমরা শুটিং করতে পারব।’’

ছবির নাম ‘হিরো’। বাবা মেয়ের সম্পর্কের উপর তৈরি এই ছবির চিত্রনাট্য।

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি