ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ঈদের ইত্যাদিতে সাবিনার সঙ্গে বাংলার নারী ফুটবল ও ক্রিকেট দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ২৮ মার্চ ২০২৩

প্রতি বছরের মত এবারেও ঈদুল ফিতরেও প্রচার হবে দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন শো ইত্যাদি।  ইত্যাদি। প্রচারের ৩৪ বছরেও জনপ্রিয়তা হারায়নি, হানিফ সংকেতের ইত্যাদি।  

এবারের ঈদ উপলক্ষে নির্মিত ইত্যাদির চমক পর্ব একটি দেশাত্মবোধক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে ইত্যাদির আমন্ত্রণে অংশ নিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দল এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল।

মিরপুর ইনডোর স্টেডিয়ামে কয়েক হাজার দর্শকের স্বতঃস্ফর্ত করতালির মধ্য দিয়ে গানটি ধারণ করা হয়। খেলোয়াড়দের দেখে পুরো স্টেডিয়াম জুড়ে দর্শকরা ‘বাংলাদেশ-বাংলাদেশ’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে।

‘পতাকার লাল সুর্যটা মাগো, প্রতিটি হৃদয়ে জ্বেলে দাও’ শিরোনামে গানটির কথা লিখেছেন গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ সুরকার আকাশ মাহমুদ। 

বরাবরের মত ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে’র ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি