ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সূর্য আহমেদের পরিচালনায় মিউজিক ভিডিও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ৩০ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

‘বিশ্বাস’ ও ‘তুই কাঁদলে আকাশ কাঁদে’ নামের দুটি গানের শুটিং শেষ করেছে তরুণ নির্মাতা সূর্য আহমেদ মিঠুন। মুন্সীগঞ্জ ও মেঘনা নদীর অপুরূপ সুন্দর পরিবেশে গান দুটির চিত্রায়ন হয়েছে।

দুটি গানে কণ্ঠ দিয়েছেন সানি নভো। ‘তুই কাঁদলে আকাশ কাঁদে’ গানের গীতিকার লিটন ঘোষ জয়, সুর করেছেন পার্থ মজুমদার এবং ‘বিশ্বাস’ গানের গীতিকার সূর্য আহমেদ মিঠুন, সুর করেছেন পার্থ মজুমদার ও সানি নভো।

দুটি  গানেরই মিউজিক করেছেন পার্থ মজুমদার। মডেল হিসেবে কাজ করেছেন মোহাম্মদ আশফাক রানা, জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা, জেবা জান্নাত ও সানি নভো। চিএগ্রাহক ছিলেন বিকাশ শাহ। সহকারী পরিচালক হিসেবে ছিলেন আমিনুল  ইসলাম মিলন ও রোমান হাসনাত। 

গানগুলো নিয়ে নির্মাতা সূর্য আহমেদ মিঠুন বলেন, আমাদের মূল উদ্দেশ্য শুধু দর্শকদের বিনোদন দেওয়া নয়, দর্শকের বাস্তব জীবনের গল্পগুলো আমরা লেখক ও নির্মাতা পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করি সব সময়। তেমনি দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মত দুটি গল্প নিয়ে দুটি গান নির্মাণ করেছি  যা দেখে দর্শক পজেটিভ কিছু শিখবে এবং তাদের মন ছুঁয়ে যাবে আশা করছি । 

গানগুলোর প্রযোজক সানি নভো বলেন, আমরা দর্শকের কথা মাথায় রেখেই কাজগুলো করেছি এবং  দর্শকদের ভালো লাগলেই আমাদের পুরো টিমের স্বার্থকতা। আর এই দুটি গান ভালোভাবে দর্শক গ্রহণ করলে ভবিষ্যতে আরো নতুন নতুন কাজ করার উৎস জাগবে।

গান ২টির শেষ মুহূর্তের ভিডিও এডিটিং এর কাজ চলছে। খুব শীঘ্রই গান দুটি বাজারে আসবে বলে জানিয়েছেন নির্মাতা ও কণ্ঠশিল্পী। 

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি