ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জায়েদ খানের সদস্য পদ প্রাথমিকভাবে স্থগিতের সিদ্ধান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ২ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

জায়েদ খানের সদস্য পদ স্থগিতের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সদস্য পদ বাতিলের জন্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ফাইল। কার্যনির্বাহী কমিটির মিটিং শেষে সংবাদ সম্মেলনে এ কথাই জানালেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক। 

রোববার (২ এপ্রিল) বিকেলে এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির সামনের উদ্যানে এক সংবাদ সম্মেলনে সাইমন বলেন, জায়েদ খানের বিরুদ্ধে যে অভিযোগ তা নিয়ম অনুযায়ী তিনটি চিঠি ইস্যু করতে হয়। জায়েদ খানের সদস্য পদ স্থগিত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাতিল করার জন্য উপদেষ্টা কমিটির বিবেচনার জন্য রাখা হয়েছে।

এদিকে জায়েদ খানের বহিষ্কার দাবিতে এফডিসিতে বঞ্চিত ১১৩ জন শিল্পী মানববন্ধন ও মিছিল করেছেন। এ সময় তারা জায়েদ খানকে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে স্থায়ীভাবে বহিষ্কার দাবি করেছেন। 

এদিকে দুপুর পৌনে ২টায় শিল্পী সমিতির মিটিং শুরু হয়েছে। এই মিটিংয়ে জায়েদ খানের সদস্য পদ স্থগিতের মতো সিদ্ধান্ত আসতে পারে। বিকেল পৌনে ৪টায় বৈঠক শেষ হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি