ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দেশে ‘পাঠান’ মুক্তি আবারও পেছালো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৯, ২ মে ২০২৩

আগামী শুক্রবার (৫ মে) বাংলাদেশে মুক্তি পাচ্ছে না বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’। এক সপ্তাহ পিছিয়ে সিনেমাটি আগামী ১২ মে মুক্তি পাবে।

মঙ্গলবার (২ মে) সন্ধ্যায় গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু।

তিনি জানান, দুটি কারণে ৫ মে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে না। প্রথমে সিনেমাটি এ সপ্তাহে মুক্তি পেতে হলে বুধবারের (৩ মে) মধ্যে সেন্সর ছাড়পত্র লাভ করতে হবে। কারণ বৃহস্পতিবার বৌদ্ধ পূর্ণিমার ছুটির কারণে সেন্সর বোর্ড বন্ধ থাকবে। কিন্তু বুধবারের সেন্সর শোয়ের তালিকায় একটি ইংরেজি ও একটি বাংলা সিনেমা থাকলেও ‘পাঠান’ নেই।

দ্বিতীয়ত, এবারের মুক্তি পাওয়া ৮টি সিনেমার পরিচালকরা সম্মিলিত চলচ্চিত্র পরিষদের কাছে পাঠানের মুক্তি দুই সপ্তাহ পেছানোর আবেদন করেছে। তাদের আবেদনের প্রেক্ষিত সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে ৫ নয় ১২ মে ‘পাঠান’ সিনেমাটি মুক্তি দেওয়ার।

সাফটা চুক্তির আওতায় ৫ শর্তে ২ বছরের জন্য ১৮টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে সরকার।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি