ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মিলন হাসানের নতুন গান ‘তোমার টানে ঘর ছাড়িলাম গো’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২১, ৩ মে ২০২৩ | আপডেট: ২১:২২, ৩ মে ২০২৩

গানের ভুবনে পরিচিত মুখ গীতিকার মিলন হাসান। নিয়মিত মনে দাগ কাটা গান দর্শকদের উপহার দিচ্ছেন তিনি। সম্প্রতি দর্শকনন্দিত "মাওলা" গানের পর এবার তার ‘‘তোমার টানে ঘর ছাড়িলাম গো’’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলন মাহমুদ।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিলন মাহমুদের সুরেই গানটি নির্মিত হচ্ছে ‘‘এম এন্ড টি দেশ মিউজিক’’ এর প্রযোজনায়।

এরই মধ্যে গানটি গেয়ে কুষ্টিয়া সদর উপজেলার কয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠ মাতিয়েছেন শিল্পী গামছা পলাশ। 

গীতিকার মিলন হাসান বলেন, ‘মিলন মাহমুদের সঙ্গে আমার লেখা ‘খেলনা’ গান দিয়ে কাজ শুরু। প্রথম গানেই দর্শকের ব্যাপক সাড়া মেলে। তার সঙ্গে কাজ করার আভিজ্ঞতাও চমৎকার। আশা করি এই গানটিও শ্রোতারা উপভোগ করবেন।’ 

মিলন হাসান আরও বলেন, ‘এরই মধ্যে গানের ভিডিও ধারণ প্রায় শেষের দিকে। আশাকরি খুব শিঘ্রই গানটি দর্শকদের উপহার দিতে পারব।’  

‘‘তোমার টানে ঘর ছাড়িলাম গো’’ গানটির কণ্ঠ ও সুরের পাশাপাশি কম্পোজিশন করেছেন গায়ক মিলন মাহমুদ নিজেই। 

উল্লেখ্য, গীতিকার মিলন হাসানের জন্ম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া গ্রামের পরীর বাড়িতে। এর আগে তার লেখা-  মাগো, মহাজনের পাখি, খেলনা, তোমার চোখে আমি, মাওলা, সাধের ময়না পাখি, আন্দার ঘরে চান্দের হাসি, প্রেম আমার মানে না বারণ, বুকের মানিক, তোমার টানে ঘর ছাড়িলাম গানগুলো গেয়েছেন সময়ের জনপ্রিয় শিল্পী শফি মণ্ডল, লায়লা, ডলি মণ্ডল ও গামছা পলাশ।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি