ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাইকে চেপে শুটিংয়ে গিয়েই বিপত্তি! পুলিশের নজরে অমিতাভ-অনুষ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ১৬ মে ২০২৩

Ekushey Television Ltd.

অমিতাভ বচ্চন এবং অনুষ্কা শর্মার বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে মুম্বাই পুলিশ। ট্র্যাফিক আইন ভাঙায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

কী করেছিলেন দুই তারকা? সোমবার মুম্বাইয়ের রাস্তায় যানজটের কারণে গাড়ি ছেড়ে বাইকে চড়ে শুটিংয়ে পৌঁছেছিলেন অমিতাভ বচ্চন এবং অনুষ্কা শর্মা। সে ছবি ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। এক জন হলুদ টিশার্ট পরা অজ্ঞাতপরিচয় ব্যক্তির পিছনে বাইকে বসে থাকতে দেখা যায় অমিতাভকে। তাঁর চোখেমুখে উদ্বেগ। ভেবেছিলেন পৌঁছাতেই পারবেন না কাজে।

একই ঘটনা অভিনেত্রী অনুষ্কা শর্মার ক্ষেত্রে। সোমবার তিনি দেহরক্ষীর বাইকে চেপে শুটিং স্পটে যান। রাস্তায় গাছ পড়ে গিয়েছিল। যানজট এড়াতে এ ছাড়া উপায় ছিল না বলেই জানান অভিনেত্রী। এ দিকে, দুই তারকাকে প্রকাশ্যে রাস্তা দিয়ে যেতে দেখে শোরগোল তো পড়েছেই। অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তবে চোখ এড়ায়নি তাঁদের ট্র্যাফিক আইন লঙ্ঘন করার বিষয়টিও।

একাধিক নেটাগরিক উল্লেখ করেছিলেন, বাইক সফরে অমিতাভ বা অনুষ্কা কারও মাথাতেই হেলমেট ছিল না। ঘটনাটি দৃষ্টি আকর্ষণ করে মুম্বাই পুলিশেরও। সমাজমাধ্যমেই অমিতাভ এবং অনুষ্কার ভাইরাল ভিডিও শেয়ার করে এক ব্যক্তি ট্যাগ করেছিলেন মুম্বাই পুলিশকে। পুলিশ তখন জবাবে লেখে, “আমরা ট্র্যাফিক শাখাকে বিষয়টি জানিয়েছি।”

মুম্বই শহরে বাইকে যাতায়াত করার ক্ষেত্রে আইন হল, শুধু চালক নয়, সব আরোহীকেই মাথায় হেলমেট পরতে হবে। যদিও মুম্বই ট্র্যাফিক পুলিশের দাবি, গত এক বছরে হেলমেট ছাড়া সফরের তালিকা বাড়ছে। মোটর ভেহিক্‌ল অ্যাক্ট ১৯৮৮ অনুযায়ী মোটা টাকা জরিমানা দিতে হতে পারে অনুষ্কা এবং অমিতাভকে।

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি