ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রথম ভারতীয় ছবি, যার রিমেক হবে কোরিয়ায়! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ২২ মে ২০২৩

Ekushey Television Ltd.

অস্কারজয়ী কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’-এর জনপ্রিয় অভিনেতা সং ক্যাং হো-কে দেখা যাবে এই নতুন ছবিতে। ভারত এবং কোরিয়ার স্টুডিওতে প্রথম বার একযোগে কোনও ছবির প্রযোজনায়। কবে থেকে শুরু কাজ?

২০১৩ সালের মালয়ালম ছবি ‘দৃশ্যম’ এতই জনপ্রিয় হয়েছিল যে হিন্দি-সহ ভারতের বহু ভাষায় তার রিমেক হয়। গত বছরই আবার নতুন উন্মাদনা হয়ে দেখা দিয়েছে অজয় দেবগন অভিনীত হিন্দি ‘দৃশ্যম’-এর সিক্যুয়েল ‘দৃশ্যম ২’।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসব থেকেই ভেসে এল খবর। মোহনলাল অভিনীত ‘দৃশ্যম’ এ বার বানানো হবে কোরিয়ান ভাষায়। কুমার মঙ্গত পাঠকের প্যানোরমা স্টুডিও, যার তত্ত্বাবধানে হয়েছিল হিন্দি রিমেক, সেই একই প্রযোজনা সংস্থা যুক্ত থাকবে কোরিয়ান ‘দৃশ্যম’-এও। দক্ষিণ কোরিয়ার অ্যান্থোলজি স্টুডিওর সঙ্গে হাত মিলিয়েছে সেটি। বস্তুত, ‘দৃশ্যম’ই হতে চলেছে প্রথম ভারতীয় ছবি, যার রিমেক হবে কোরিয়ায়। পাশাপাশি ভারত এবং কোরিয়ার স্টুডিও প্রথম বার একযোগে কোনও সিনেমার কাজে হাত মেলাল। যৌথ ভাবেই ছবিটির প্রযোজনা করবে তারা। কবে থেকে শুরু হবে সেই কর্মযজ্ঞ?

শোনা যাচ্ছে, কোরিয়ান ‘দৃশ্যম’-এর কাজ শুরু হবে পরের বছর। প্রযোজনার কাজ এবং আনুষঙ্গিক পরিকল্পনা অবশ্য এ বছর থেকেই শুরু হবে। গোটা বিষয় নিয়ে উচ্ছ্বসিত দুই পক্ষই। ভারতের কুমার মঙ্গত পাঠক বললেন, “ভাবতেই পারছি না আমাদের ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজ়ি কোরিয়ান ভাষায় তৈরি হবে। কোনও হিন্দি সিনেমার ক্ষেত্রে এমনটা ঘটছে এই প্রথম! এটা শুধু আমাদের সিনেমার প্রচার নয়, হিন্দি সিনেমাকে বিশ্বের মানচিত্রে জায়গা করে দেবে। এতগুলো বছর কোরিয়ান সিনেমা দেখে মুগ্ধ হলাম, শিখলাম। এখন দেখি তাঁরাও আমাদের সিনেমায় কিছু খুঁজে পেয়েছেন!”

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি