ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

‘আদিপুরুষ’ পরিচালক ও সংলাপ লেখককে প্রাণনাশের হুমকি! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ২০ জুন ২০২৩

১৬ জুন মুক্তি পেয়েছে ওম রাউত পরিচালিত ছবি বলিউড সিনেমা ‘আদিপুরুষ’। তার পর থেকেই বিতর্কে কেন্দ্রে ছবি। বিশেষত, পৌরাণিক চরিত্রদের সংলাপ নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যমে।

প্রথম প্রচার ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই ছেঁকে ধরেছিল বিতর্ক। ‘আদিপুরুষ’-এর প্রথম টিজ়ার মুক্তি পাওয়ার পরেই ছবিতে ‘রাবণ’-এর চরিত্রের সাজপোশাক নিয়ে শুরু হয় বিতর্ক। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে একাধিক আইনি জটিলতার জালেও পড়তে হয়েছে প্রভাস ও কৃতি শ্যানন অভিনীত ছবিকে।

সব ঝড়ঝাপ্টা সামলে অবশেষে গত ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’। তার পরেও বিতর্ক নিত্যসঙ্গী ছবির। বিশেষত ছবিতে পৌরাণিক চরিত্রের মুখের সংলাপ নিয়ে বেশ ক্ষুব্ধ দর্শক। এ বার সেই সংলাপের জেরে প্রাণনাশের হুমকি পর্যন্ত পেলেন ‘আদিপুরুষ’ ছবির পরিচালক ওম রাউত ও সংলাপ লেখক মনোজ মুন্তাসির।

তবে প্রাণনাশের হুমকি পাওয়ার পরে মনোজকে অতিরিক্ত নিরাপত্তা দিয়েছে মুম্বাই পুলিশ।

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি