ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিউইয়র্কের রাস্তায় ঘুরছেন শাকিব-অপু, মাঝে সন্তান জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৪, ১৫ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

কিছু দিন ধরেই অপু বিশ্বাসের কিছু মন্তব্যে ইতিবাচকভাবে চলে এসেছে শাকিব খানের নাম। প্রাক্তন স্বামীর সঙ্গে একসঙ্গে আবার ছবি করার ইচ্ছাও প্রকাশ করেছেন ঢালিউড কুইন। এ থেকেই গুঞ্জন শুরু হয়েছে আবারও এক হচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস। এই গুঞ্জনকে আরও উসকে দিল সম্প্রতি শাকিব খান ও অপু বিশ্বাসের যুক্তরাষ্ট্র ভ্রমণ এবং সেখানে তাদের একসঙ্গে ঘোরাঘুরির ভিডিও।

একটি ভিডিও শেয়ার হয়েছে তাদের। যেখানে দুজনকে একসঙ্গে দেখা গেছে নিউইয়র্কের রাস্তায়। এমনটিই দাবি করেছে দেশের একটি জাতীয় দৈনিক।

সংবাদমাধ্যমটি দাবি করেছে, নিউইয়র্কে শাকিব-অপুর ঘোরাঘুরির একটি ভিডিও ক্লিপ এসেছে তাদের হাতে। সেই ভিডিওতে দেখা যায়, বেশ ফুরফুরে মেজাজে গাড়ি চালাচ্ছেন শাকিব। ঠিক তার পাশের আসনে বসে আছেন অপু। আর পেছনের আসনে বসা তাদের সন্তান আব্রাম খান জয়।

নিউইয়র্কের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরে জয়সহ সেখানে পৌঁছান অপু। স্থানীয় সময় সেদিন রাতে এবং গতকাল (শুক্রবার) শাকিব-অপু এবং তাদের সন্তান জয়কে একসঙ্গে নানা জায়গায় ঘুরতে দেখা গেছে।

গত ২ জুলাই যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব। এদিকে শাকিবের যাওয়ার ঠিক দুই সপ্তাহের মধ্যে ১৩ জুলাই রাতে ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে যান অপু। জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অংশ নিতে গেছেন অপু।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি