ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

১০০০ কোটি টপকাল জওয়ান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০২৩

১০০০ কোটির গণ্ডি টপকে গেল শাহরুখ খান অভিনীত জওয়ান। কিন্তু জানেন কি এই বিপুল পরিমাণ অর্থ থেকে কারা কত টাকা পাবেন? প্রযোজক, ডিস্ট্রিবিউটর বা অভিনেতারা কারা কতটুকু পেল?

২৫ সেপ্টেম্বর ১০০০ কোটির গণ্ডি টপকে গেল শাহরুখ খান অভিনীত জওয়ান। এই নিয়ে তৃতীয় বার কোনও হিন্দি ১০০০ কোটির গণ্ডি টপকাল। ২০২৩ -এ এটা দ্বিতীয় ছবি যা এই বেঞ্চমার্ক ক্রস করল। আমির খান অভিনীত দঙ্গল প্রথমবার ২০১৬ সালে ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করে। এরপর ২০২৩ সালে শাহরুখ খানের পাঠান এবং জওয়ান সেই তালিকায় নাম লেখাল। 

কিন্তু জানেন কি গ্লোবাল বক্স অফিসে জওয়ান যে এই বিপুল অর্থ রোজগার করল তার কত টাকা কে পাবে? মানে প্রযোজকরা কত টাকা পাবেন, ডিস্ট্রিবিউটরদের ভাগ্য কত টাকা আছে? চলুন দেখে নেওয়া যাক। 

প্রযোজকরা কত পাবেন?বক্স অফিসের ৪৫-৫০ শতাংশ আয় প্রযোজকদের কাছে যায়। ফলে জওয়ান বক্স অফিসে কত টাকা আয় করছে তার সিংহভাগটাই যাবে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কাছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি