ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভক্তদের ভালোবাসার উচ্ছ্বাস দেখে আমি সত্যিই খুব আনন্দিত : শাবনূর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ১৯ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

দীর্ঘদিন পর ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে দেশে পেয়ে ভিন্নভাবে জন্মদিন পালন করেছেন সহশিল্পীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত শাবনূর তার অনুভূতি প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শাবনূর লিখেছেন, গতকাল ছিল আমার জন্মদিন। দিনভর ফোন কল, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে আমার প্রতি বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য শুভেচ্ছা বার্তা এবং ভক্তদের ভালোবাসার উচ্ছ্বাস দেখে আমি সত্যিই খুব আনন্দিত, সিক্ত ও অভিভূত হয়েছি।

বিশেষ এ দিনে আমার পাশে থাকার জন্যে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন।

এই আয়োজনে উপস্থিত ছিলেন নায়ক অমিত হাসান, গায়ক রবি চৌধুরী, গায়িকা কোনালসহ অনেকেই। 

সংবাদমাধ্যম অনুযায়ী, রবি চৌধুরী বলেন, শাবনূরের সঙ্গে ৩০ বছরের সম্পর্ক। সে কতোটা গুণী ও জনপ্রিয় নায়িকা সেটা সবারই জানা। এবার হঠাৎ করেই আমার ও শাবনূরের জন্মদিনটি আমার বাসায় গানে গানে উদ্‌যাপন হয়েছে। বন্ধু অমিত হাসান হঠাৎ করেই এমন প্রস্তাব দেয়। আমিও রাজি হয়ে যাই। 

তিনি বলেন, আমরা ফটোসেশন করি অনেক। শাবনূর হঠাৎ বললো চলো আমরা দু’জন একটু নায়ক-নায়িকার মতো পোজ দেই। সেভাবেই আমরা ছবি তুলি। খুব সুন্দর একটি সময় কেটেছে আমাদের। সামনে হয়তো সবাইকে নিয়ে এমন একটি আয়োজন করবো।  

এদিকে শাবনূর দেশে ফিরেই নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন। এই সিনেমায় শাবনূরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন মাহফুজ আহমেদ। সিনেমার নাম ‘মাতাল হাওয়া’। এতে তার নায়ক থাকছেন মাহফুজ আহমেদ। পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি