ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শ্যুটিংয়ের ফাঁকে মালয়েশিয়ায় চিত্রনায়িকা অধরা খান

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩৯, ১০ মার্চ ২০২৪

ঢালিউডের আলোচিত অভিনেত্রী, চিত্রনায়িকা অধরা খান। নায়ক ছবি দিয়ে যাত্রা শুরু তার। হাতেগোনা কাজ করলেও কাজ করেছেন দর্শকপ্রিয় ছবিতে। সম্প্রতি মালয়েশিয়া ঘুরে গেছেন এই অভিনেত্রী। মালয়েশিয়ায় এই দ্বিতীয় ভ্রমণ তার। মালয়েশিয়ার প্রকৃতি, আবহাওয়া দেখে রীতিমতো মুগ্ধ তিনি। সেই সাথে দেখা করেছেন প্রবাসী বাংলাদেশিদের সাথেও।

সদা প্রানবন্ত এই নায়িকা ইটিভি অনলাইনকে বলেন, মালয়েশিয়ায় আসার ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। কাজের ব্যস্ততায় সময় করে উঠতে পারেননি। মালয়েশিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরেছেন তিনি। তাঁর মধ্যে মালাকা ,পুত্রাজায়া ,গেন্টিং হাইল্যান্ড ,বাটুকেবস ,মিনারা কেএলসিসিসহ দর্শনীয় স্থান। অনেক দেশ ঘুরলেও মালয়েশিয়া নাকি ইতোমধ্যেই তার কাছে প্রিয় স্থান হয়ে উঠেছে। বলেছেন সুযোগ পেলেই আবারও আসবেন তিনি মালয়েশিয়াতে। প্রবাসীদের সাথে কথোপকথনে উঠে এসেছে তার অনুভূতি।

প্রবাসীরা যখন প্রশ্ন করেন মালয়েশিয়াতে এসে প্রবাসীদের সম্পর্কে তিনি কি ধারণা পেলেন, জবাবে অধরা খান বলেন, 'আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। বিশেষ করে প্রবাসী ভাইবোনদের মন অনেক বড়। বড় জায়গায় থাকলে মন বড় হয়। চিন্তাভাবনার বিস্তার ঘটে। প্রবাসী ভাইবোনদের মন অনেক উদার। তারা ব্যস্ততার মধ্যেও নিজেদের কাজ ফেলে আমাকে সময় দিয়েছে, সব ঘুরিয়ে দেখিয়েছেন বলে আমি কৃতজ্ঞ তাদের প্রতি।"

মালয়েশিয়া সফর শেষে বর্তমানে তিনি অফিসিয়াল কাজে সিঙ্গাপুর রয়েছেন। সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরে নতুন ছবির শুটিংয়ে ফিরবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা অধরা খান।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি