ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মুকেশ আম্বানির মেয়ের বাড়ি কিনলেন জেনিফার লোপেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ৩১ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

মেয়ে ঈশা আম্বানির প্রিয় বাড়িটি বেশ চড়ামূল্যে বিক্রি করে দিয়েছেন মুকেশ আম্বানি। ঈশা আম্বানির এই সাধের বাড়িটি অবস্থিত লস এঞ্জেলসে। বাড়িটি কিনে নিয়েছেন মার্কিন গায়িকা জেনিফার লোপেজ।

এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ের এই বাড়িটি প্রায় ৩৮ হাজার স্কয়ার ফিটের উপর নির্মিত। এই বাড়িতে রয়েছে ১২টি বেডরুম, ২৪টি বাথরুম। অন্দরসজ্জা দেখলে চোখে ঝিলমিল লেগে যাবে। 

এখানেই শেষ নয়, জিম থেকে শুরু করে, স্পা, স্যালুন কি  নেই সেখানে? রয়েছে ব্যাডমিন্টন খেলার কোর্টও। ৫০৮ কোটি ৫৭ লক্ষ ৮৬ হাজার ৫৫০ রুপি দিয়ে এই বাড়ি কিনে নিয়েছেন জেনিফার লোপেজ। বেন অ্যাফ্লেককে নিয়ে এখন তার ঠিকানা ওই বাড়িই। যদিও আম্বানি পরিবারের পক্ষ থেকে এখনও এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

কিছুদিন আগেই ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছে আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠান। তিন খান থেকে শুরু করে হলিউড গায়িকা রিহানা হাজির ছিলেন সেই অনুষ্ঠানে। তার হবু স্বামীর নাম রাধিকা মার্চেন্ট। আগামী জুলাই মাসেই সাতপাকে বাঁধা পড়বেন তারা।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি