ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চোখের চিকিৎসায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ৩০ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

বলিউড সুপারস্টার শাহরুখ খান গত কয়েক দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন। তারই চিকিৎসা করাতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খানের চোখের জন্য জরুরি চিকিৎসার প্রয়োজন। চোখের চিকিৎসা করাতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে যাবেন তিনি।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের সময় থেকেই চোখ নিয়ে ভুগছিলেন বলিউড বাদশাহ। 

সেই সময় নাকি মুম্বাইয়ে চোখের চিকিৎসা করান। কিন্তু তাতে সুরাহা হয়নি বলেই জানা গেছে। এবার শোনা যাচ্ছে, অভিনেতার বাঁ চোখে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। 

‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর খুব শীঘ্রই আরও এক বার অ্যাকশন অবতারে দেখা দিতে চলেছেন শাহরুখ। সিনেমার নাম ‘কিং’। পরিচালক সুজয় ঘোষের এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করবেন কন্যা সুহানা খান। 

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি