ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সীমান্তের কাঁটাতার যৌথ প্রযোজনায় যেন বাধা না হয় : শর্মিলা ঠাকুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ১৭ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:৩৪, ১৭ জুলাই ২০১৭

শর্মিলা ঠাকুরের বয়স  ৭০-এর কোঠায়। তাতে কী, এখনও তার সৌন্দর্য ম্লান করে দেয় চারপাশ। ভুবনমোহিনী শর্মিলা ঠাকুর আবারও ঠিক বুঝিয়ে দিলেন ঢাকায় পা দিয়ে।

গত শনিবার  সন্ধ্যায় মঞ্চ আলোকিত করে সামনে এলেন বলিউড কিংবদন্তি শর্মিলা। ঘড়িতে তখন রাত ৮টা ৫০ মিনিট! রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টার। খাস বাংলায় উচ্চারণ করলেন, ‘ঢাকা আমার খুব প্রিয় শহর।’ এরপর কথা চলল অনেকক্ষণ।

শর্মিলা ঠাকুর বলেন, ‘শিল্পীদের কোনো সীমানা নেই। শিল্পেরও নেই। আমরা তাই আদান-প্রদান করতেই পারি। এ দেশের শিল্পী আমাদের ওখানে যাক পাশাপাশি আমাদের শিল্পীরা এখানে কাজ করুক। যৌথ উদ্যোগে ভালো কিছু নির্মিত হোক। দু’দেশের সীমান্তের কাঁটাতার এই আদান-প্রদানে যেন বাধা হয়ে না দাঁড়ায়। আমাদের সম্পর্কটা আরও গভীর হোক।’

বাংলাদেশে আসার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘এদেশে বহুবার এসেছি। মনে হয় নিজের পরিচিত জায়গায় এলাম। খুব ভালো একটা অনুভূতি কাজ করে। মনেই হয় না অন্যদেশে এসেছি, মনে হয় নিজের ঘরে আছি।’

‘শর্মিলা ঠাকুর- জিৎ গাঙ্গুলি লাইভ ইন ঢাকা’ শিরেনামের এ অনুষ্ঠানে অংশ নেন তিনি। সাইফ, সোহা আলি খানের মা ও কারিনা কাপুরের শাশুড়ি শর্মিলা কথা বলেন নিজের নানা অভিজ্ঞতা নিয়েও।

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন দেবাশীষ বিশ্বাস ও কণ্ঠশিল্পী লাহনা সাহা। প্রথম পর্বে ছিল শর্মিলা ঠাকুরের অভিনয় করা বিভিন্ন গানের সঙ্গে নৃত্য পরিবেশনা। গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী তারিন, চাঁদনী ও নাদিয়া। সঙ্গে ছিল নৃত্যশিল্পী সোহাগ ও তার দল। মঞ্চের প্রথম সারিতে বসে তা বেশ উপভোগ করেন শর্মিলা ঠাকুর।

এদিকে অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী জিৎ গাঙ্গুলি।

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি