ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সামলানকে অনুসরণ করবেন শাহরুখ খান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ১১ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:২৫, ১১ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

বক্স অফিসে ‘টিউবলাইট’ মুখ থুবড়ে পড়ার পর কোটি কোটি টাকার লোকসান হয়েছিল ফিল্ম পরিবেশকদের। পরিবেশকরা সালমানের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছিলেন। আর ‘ভাইজান’ সেই দাবিতে রাজি হয়ে ঠিক করেছিলেন জুলাই শেষে ক্ষতিপূরণ নিজেই মিটিয়ে দেবেন।

আশ্বাস মতো বৃহস্পতিবার, মহারাষ্ট্রের ফিল্ম পরিবেশকের ৩২ কোটি ৫০ লক্ষ টাকা মিটিয়ে দিয়েছেন সালমান খান। মোট ক্ষতির প্রায় অর্ধেক এটা।

কিন্তু তাতে কী! মহারাষ্ট্রের ফিল্ম পরিবেশক শ্রেয়াংশ হিরাওয়াতের সময়টা মোটেই ভাল যাচ্ছে না। কেন জানেন তো? আসলে সালমান খানের সঙ্গে শাহরুখ খানের ছবি পরিবেশনের কাজও করেন তিনি। সলমনের ‘টিউবলাইট’-এর পর এ বার জোর ধাক্কা খেয়েছেন শাহরুখের ‘জব হ্যারি মেট সেজল’-এর পরিবেশন করেও। ছবি ফ্লপ। বক্স অফিসে ক্ষতির পরিমাণ অন্তত ৫০ কোটি টাকা।

আর এতেই সিনে দুনিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। সালমানের দেখাদেখি, শাহরুখও নাকি এবার পরিবেশকদের ক্ষতিপূরণ দিতে প্রস্তুতি নিচ্ছেন। অন্তত তেমনটা ভেবে ফেলেছেন বলেই ইন্ডাস্ট্রি খবর ছড়িয়েছে। যদিও এ বিষয়ে এখনও শাহরুখের কোনো মন্তব্য মেলেনি।

 

সূত্র: আনন্দবাজার পত্রিকা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি