ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সানির রেস্তোরাঁয় শাকিব-মিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৮, ২৭ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টরের লেকপাড়ে নতুন রেস্তোরাঁ চালু করেছেন তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। ছেলের ইচ্ছাতেই রেস্তোরাঁটি চালু করা হয়েছে। শুরুর দিকে মৌসুমী ও ওমর সানিও এখানে সময় দেন। ছেলে স্বাধীন রেস্তোরাঁটির নাম দিয়েছে ‘মেরি মন্টানা’।


এবার এই রেস্তোরাঁয় হাজির হলেন সুপারস্টার শাকিব খান। শনিবার রাতের খাবার গ্রহণের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন ওমর সানি। সেখানেই দেখা যায় শাকিবকে কেন্দ্র করে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, ওমর সানি, মৌসুমী, প্রযোজক ইকবালসহ বেশ কয়েকজনকে। এছাড়া এই ডিনারে অংশ নিয়েছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।


ওমর সানির রেস্তোরাঁয় কেন হাজির হয়েছিলেন শাকিব-মিম তা অবশ্য জানা যায়নি। সম্প্রতি `আমি নেতা হবো` ছবির শুটিং আটকে যায়। টেকনিশিয়ানদের কাজে অংশ না নেওয়ার ফলেই এই ঘটনা ঘটছে। ফলে স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে চিন্তিত হবেন শাকিব।


ছবিটিতে শাকিব মিম ছাড়াও মৌসুমী-ওমর সানিও অভিনয় করছেন।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি