ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাকিবের সঙ্গে লন্ডনে

প্রেমে মজেছেন শুভশ্রী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ১১ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

দিন কয়েক আগে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল অভিনেত্রী শুভশ্রী। সে নিয়ে মিডিয়ায় প্রচুর গসিপও হয়েছে। অনেক গুজবও রটেছিল। তবে সে সব সামলে নিয়েছেন তিনি। কয়েকদিন না যেতেই ফের কি প্রেমে পড়লেন তিনি?


লন্ডন থেকে চার কিলোমিটার দূরে টর্কে ‘চালবাজ’-এর শুটিং করছেন শুভশ্রী। এ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন বাংলাদেশের নায়ক শাকিব খান। লন্ডনে পৌঁছেই যেন ওই জায়গার প্রেমে পড়েছেন অভিনেত্রী। একের পর এক ছবি টুইট করে সে বার্তাও দিয়েছেন তিনি।


কখনও ব্রিটিশ ওয়েদারের প্রেমে পড়ছেন তিনি, কখনও বা শুটিং লোকেশনের। মাস কয়েক আগে ‘চালবাজ’-এর শুটিংয়ের সময়েই ফেডারেশনের সঙ্গে প্রযোজক সংস্থার ঝামেলা বাধে। ফেডারেশন যতজন কলাকুশলী নিয়ে যেতে বলে লন্ডনে, প্রযোজক সংস্থার পক্ষে তত জন নিয়ে যাওয়া সম্ভব হয়নি। প্রথমত, প্রয়োজন ছিল না।


দ্বিতীয়ত, ফেডারেশনের অনেক টেকনিশিয়ানই লন্ডনের ভিসা পাননি। এ নিয়ে দু’পক্ষের বিরোধ চরমে ওঠায় শুটিং বাতিল করে দিতে হয়। ফেডারেশনের কোনও কর্মীই কাজ করতে রাজি হননি। কিন্তু সেই বাধা কাটিয়ে ফের শুটিং শুরু করেছে টিম ‘চালবাজ’।
সূত্র : আনন্দবাজার।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি