ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’

ফেসবুক লাইভে ডিভোর্সের কথা স্বীকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৬:৪০, ৪ অক্টোবর ২০১৭

একটি ১৬ বছরের মেয়ে। বাবা জোর করে বিয়ে দেয় স্কুলের গণ্ডি পাড় হতে না হতেই। সমাজের কাছে সে বিবাহিত। হাসিমাখা মুখে বিয়ের আসরে নববধু সাজে বেনারসি পড়লেও বুকের ভেতর ছিলো চাপা কান্না। যে কান্না একটি কিশোরী মেয়ের কান্না। মাঝে মাঝে সমাজ এ কান্না শোনে না। কিন্তু মেয়েটির মধ্যে ছিলো চেপে থাকা আলোর দ্যুতি। যা একদিন প্রকাশ পাবেই। ঘটেছেও তাই।

মফস্বলের সেই মেয়েটির মাথায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট। যদিও এটি নিয়ে বিতর্ক রয়েছে। তবে এর অন্তরালে রয়েছে একটি কিশোরি মেয়ের প্রতিবাদের ভাষা। মেয়েরাও পারে!

নিজের দু:খ ও সংগ্রামের কথা জানালেন বিতর্কিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ চ্যাম্পিয়ান জান্নাতুল নাঈম এভ্রিল।

কেন বিয়ের কথা গোপন করেছিলেন, কেনই-বা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, এমন সব প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

‘পৃথিবীর সব মানুষের কাছে সম্মান রেখে’এভ্রিল তার ফেসবুকে বলেন, ‘আমি ছোটবেলা থেকে কোনো বাঁধাবিপত্তিতে মাথা নত করিনি। একটা ১৬ বছরের মেয়েকে তার বাবা জোর করে বিয়ে দিচ্ছে, সেই মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। সেই মেয়ে এখন সাকসেসফুল। সে তার সমাজের মানুষের কোনো কথা শোনেনি। আশপাশের কারো সমালোচনা কানে নেয়নি। তার একটাই উদ্দেশ্য ছিলো, যেখানে ২০ কোটি মানুষের বাংলাদেশে বাল্যবিবাহ একটি দৈনদিন্দন ঘটনা, সেখানে বাল্যবিবাহ আমি মানতে পারিনি।’

এভ্রিল আরও বলেন, ‘১৬ বছর বয়সে বিয়ে দিলেই কোনো মেয়ের বিয়েটা হয়না। সেটা বাল্যাবিবাহ হিসেবে গণ্য। আমি চেয়েছিলাম সে সবের এগেইনেস্টে কাজ করতে।’

সোমবার (৩ অক্টোবর) দুপুরে ফেসবুক লাইভে এসে এসব বলতে বলতে কেঁদেছেন এই সুন্দরী।

বলেছেন, কীভাবে তার বাল্যবিবাহ হয়েছিলো। তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও লেখিকা বেগম রোকেয়ার উদারহরণ টেনে এভ্রিল বলেন, ‘মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে।’

চোখে জল নিয়ে চট্টগ্রামের এই সুন্দরী আরও বলেন, ‘আমি ডিভোর্সি, ফাইন, আমি একটা মেয়ে। এজ এ হিউম্যান আমার রাইট আছে, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে নিজেকে প্রেজেন্ট করার। কই আমি তো নিজের জন্য কিছু চাইনি! আমি চেয়েছিলাম আমাদের দেশের মেয়েগুলাকে জাস্ট দেখিয়ে দিতে যে, একটা মেয়ে চাইলে কী কী পারে।’

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার পর থেকে আলোচনা-সমালোচনা চলছে জান্নাতুল নাঈম এভ্রিলকে নিয়ে। বিয়ে ও ডিভোর্সের কথা গোপন করে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। গণমাধ্যমে এখন পর্যন্ত বিয়ে বা ডিভোর্সের কথা স্বীকার না করলেও নিজের ফেসবুক প্রোফাইলে লাইভ ভিডিওতে স্বীকার করেছেন এভ্রিল। কিছুক্ষণের মধ্যে সেই লাইভ ভিডিও আবার ডিলিটও করেছেন আলোচিত এই তরুণী।

 

এসএ/এআর

 

 

ভিডিও লিংক :


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি