ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নিজের গানে আবেদনময়ী ব্রিটনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ১৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

আগামী এক মাসের মধ্যে প্রকাশ পাচ্ছে পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের নতুন গানের ভিডিও। এই ভিডিওতে নিজের শরীর দেখাবেন তিনি।

জানা গেছে, অনেকটাই নগ্ন হয়ে ক্যামেরার সামনে এ গানে পারফর্ম করেছেন ব্রিটনি। অনেকদিন পর ব্রিটনির এমন রুপ দেখতে পাবেন তার ভক্তরা।

গত এক বছরে নিজের ফিটনেসে আমূল পরিবর্তন এনেছেন এই তারকা। এই সময়ে তিনি অনেক পরিশ্রম করেছেন। দিনের ৮ ঘন্টাই কাটিয়েছেন জিমে। আর পরিশ্রমের ফলস্বরুপ বর্তমানে জিরো ফিগারে চলে এসেছেন ৩৫ বছর বয়সি এই শিল্পী। এই শারীরিক সৌন্দর্য দর্শকদের দেখানোর জন্য উদগ্রীব হয়ে আছেন তিনি।  

এ বিষয়ে ব্রিটনি বলেন, খুব শিগগিরই নতুন গানের ভিডিও ছাড়ছি। আমি জানি অনেকেই আমার এ ভিডিওর অপেক্ষায় রয়েছেন। এখানে সুপারহট ব্রিটনিকেই আবিস্কার করতে পারবেন সবাই। তাই আর একটু অপেক্ষা করুন। গানটি আগামী এক মাসেরই মধ্যে প্রকাশ করবো।

সূত্র : এমটিভি

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি