ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

নতুন বিজ্ঞাপনে শখ-ইমন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ১৪ অক্টোবর ২০১৭

একসঙ্গে জুটিবদ্ধ হয়ে সম্প্রতি একটি বিজ্ঞাপনে কাজ করলেন শখ ও ইমন। অচিরেই বিজ্ঞাপণটির মাধ্যমে হাজির হচ্ছেন এই জুটি। গত ৭ অক্টোবর এর দৃশ্যধারণ হয় পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে। উৎসব আমেজের একটি ভাবনায় এটি নির্মিত হয়েছে।

বিজ্ঞাপনটি প্রসঙ্গে ইমন বলেন, ‘এটি বাংলাদেশের জনপ্রিয় একটি কোমল পানীয়। আমি এ পণ্যের বিজ্ঞাপনে প্রথমবার কাজ করলাম। এর বিজ্ঞাপন নিয়ে সবসময় দর্শকদের মধ্যেও আগ্রহ থাকে।’

সহশিল্পী শখ প্রসঙ্গে ইমন বলেন, ‘আমার পছন্দের একজন সহশিল্পী শখ। ওর সঙ্গে কাজ করে সবসময়ই আনন্দ পাই। এর আগেও আমরা নাটক-টিভিসিতে জুটি হয়েছি। সেগুলো বেশ ভালো সাড়া পেয়েছে। আশা করছি, এ বিজ্ঞাপন দিয়েও নতুন করে আলোচিত হবে আমাদের জুটি।’

শিগগিরই এটি প্রচারে আসবে বলে জানান নির্মাতা নাফিস রেজা।

 

এসএ/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি