ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বন্ধনের জন্য খাগড়াছড়িতে স্পর্শিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ১৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

টিভি নাটকের পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া। সম্প্রতি তার সংসার ভেঙেছে। কিন্তু থেমে নেই তার ক্যারিয়ারের পেছনে ছুঁটে চলা। ছোট পর্দার পাশাপাশি এখন তিনি বড় পর্দায় কাজ করার জন্য বেশ ব্যস্ত সময় পার করছেন।

‘বন্ধন’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন অনন্য মামুন। এ সিনেমার কাজে বর্তমানে খাগড়াছড়িতে রয়েছেন স্পর্শিয়া।

সিনেমায় অভিনয় প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, বন্ধুত্ব আর তারুণ্যে উদ্দীপ্ত গল্পে সাজানো পাঁচ বন্ধুকে কেন্দ্র করে ‘বন্ধন’ সিনেমার গল্প। গত ৭ অক্টোবর থেকে খাগড়াছড়ির পার্বত্য এলাকায় এর শুটিং শুরু হয়। বর্তমানে ছবির শেষভাগের কাজ চলছে। বেশকিছু দৃশ্যের কাজ আগেই হয়েছে। এ সিনেমাতে আমাকে ভিন্ন এক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

তিনি আরও বলেন, খাগড়াছড়িতে এবার গানের দৃশ্যধারণের জন্য এসেছি আমরা। কাজ করে বেশ ভালো লাগছে। আশা করি, দর্শকও সিনেমাটি পছন্দ করবেন।

উল্লেখ্য, স্পর্শিয়া ছাড়াও শিপন মিত্র, সাঞ্জু জন, তানভীর, এমিয়া এমি, কলকাতার মেয়ে মৌমিতা হরি, ডন, ইভার সাইর, মিশা সওদাগরসহ আরো অনেকে এ সিনেমাতে অভিনয় করছেন। সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলোজিস।

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি