ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজীবন সম্মাননা পেলেন শর্মিলা ঠাকুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ২৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

কখনও অপুর সংসারের অপর্ণা, কখনও দেবীর দয়াময়ী। সব চরিত্রেই বেশ মানানসই ছিলেন তিনি। এখনও অনেকের ‘স্বপ্ন কি রানি’। মনে আছে নিশ্চই আরাধনা ছবির ‘রুপ তেরা মাস্তানা’ গানটির কথা। বলছি বিশিষ্ট অভিনেত্রী শর্মিলা ঠাকুর কে নিয়ে। তাঁর অভিনয়ের দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই।

এর আগে বহু সম্মানে সম্মানিত হয়েছেন এই বিশিষ্ট অভিনেত্রী। বহু পুরষ্কার উঠেছে তাঁর ঝুলিতে। ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড এর পাশাপাশি এবার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও তাঁর ঝুলিতে উঠে গেল।

প্রধানমন্ত্রী দফতরের মন্ত্রী জিতেন্দ্র সিং এবং মনোজ তিওয়ারি তাঁকে এই সম্মান প্রদান করেন। ৭২ বছর বয়সী এই অভিনেত্রী সম্মান পেয়ে খুবই খুশি।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি