ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রোশানের জন্য শুভশ্রীর চমক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ২৮ অক্টোবর ২০১৭

দীর্ঘ দিন পর আবারও শুরু হয়েছে জিয়াউল রোশান ও ববির ‘বেপরোয়া’ সিনেমার শুটিং। তবে বাংলাদেশে নয়, শুটিং চলছে হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে। মজার খবর হচ্ছে- গত বৃহস্পতিবার তার সেটে এসে হাজির হন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী।

শুভশ্রীর আগমন নিয়ে রোশান বলেন, ‘এটা আমার জন্য একটা চমক ছিল। কারণ তিনি আরেকটি শুটিং সেট থেকে এসেছেন। হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে আমার সেটে এসে শুভশ্রী দিদি চমকে দিলেন। বেশকিছু সময় কথাও হয়েছে। তিনি অনেক ভালো একজন অভিনেত্রী। বাংলাদেশের শাকিব খানের সঙ্গে ‘চালবাজ’ এর শুটিং করছেন। আর আমাদের কাজও দেখেছেন।’

রোশান শুভশ্রীর সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। উল্লেখ্য, শুভশ্রী যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’ এ শাকিব খানের বিপরীতে প্রথম অভিনয় করেন। এরপর বর্তমানে জয়দ্বীপ মুখার্জির ‘চালবাজ’ ছবির জন্য কাজ করছেন। এ ছবিতেও তার নায়ক শাকিব খান।

/ এসএ / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি