ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সুস্থ হয়ে উঠেছেন ডিপজল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ২ নভেম্বর ২০১৭

সফল অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে উঠেছেন অভিনেতা ডিপজল। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মনতাজুর রহমান আকবর।

গত সোমবার দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হার্টে বাইপাস সার্জারি হয় ডিপজলের।

সোশ্যাল মিডিয়া ফেসবুকে নির্মাতা মনতাজুর রহমান লিখেছেন, ‘ডিপজল এর ওপেন হার্ট অপারেশন সাকসেসফুল ভাবে হয়েছে। উনি এখন সুস্থ। যারা ডিপজল এর জন্য দোয়া করেছেন। সবার কাছে আমরা কৃতজ্ঞ।’

তিনি আরও জানান, সোমবার দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় ডিপজলের।

সার্জারির আগে মেয়ে ওলিজা মনোয়ার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আল্লাহর রহমত ও সিঙ্গাপুরের হাসপাতালের চিকিৎসকদের প্রচেষ্টায় এক মাস বিশ্রামের পর বাবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

বর্তমানে ওপেন হার্ট সার্জারির জন্য বাবা প্রস্তুত। এ সময় তিনি ডিপজলের জন্য সবার কাছে দোয়া চান।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাতে ডিপজলকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর আগের দিন বিকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তখন ঢাকার একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে রাখা হয় তাকে। এদিকে, ডিপজল অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি ১৩ অক্টোবর মুক্তি পেয়েছে।

 

এসএ/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি