ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পারফর্ম করার সময় পোশাক খুলে গেলো ব্রিটনির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ৫ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:২৭, ৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ওয়ার্ড্রোব ম্যালফাংশনের শিকার হলেন মার্কিন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। গত ১ নভেম্বর লাস ভেগাসে অনুষ্ঠান চলাকালীন এই ঘটনাটি ঘটেছে।

লাস ভেগাসের সেই অনুষ্ঠানে কালো রঙের একটি পোশাক পরেছিলেন ব্রিটনি। পারফর্ম করার সময় শরীরের একটি বিশেষ অংশ থেকে তার পোশাক সরে যায়। সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি ব্রিটনি।

তবে এটা প্রথমবার নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতেই একই রকম ঘটনা ঘটেছিল ব্রিটনির সঙ্গে। সেবারও প্রকাশ্যে এ নিয়ে মন্তব্য করতে চাননি তিনি। ব্রিটনি ছাড়াও অনেক তারকা এ ধরনের সমস্যায় পড়েছেন একাধিকবার।

যদিও নাম প্রকাশে অনিচ্ছুক তারকা মহলের একটা বড় অংশের মতে, ব্রিটনি ইচ্ছা করেই নাকি এমন কাণ্ড ঘটিয়ে থাকেন।

আবার একটা অংশের মতে, ব্রিটনির জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই। ফলে শিরোনামে আসার জন্য এমন কাজ তিনি করবেন না। যদিও আসল সত্যিটা কী, তা জানা যায়নি।

সূত্র : মেটরো

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি