ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মরুর বুকে স্বামীর সঙ্গে মাহিয়া মাহি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩০, ৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মরুভূমির বুকে একটি গাছ। তার উপরে জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ক্যামেরায় পোজ দিয়েছেন উজ্জ্বল হাসি দিয়ে। কিছু ছবিতে মাহির স্বামী অপু। তাকে দেখা গেল সালমান শাহর স্টাইলে। মাথায় কাপড় বাঁধা। সঙ্গে আছেন মাহিও। আরও কিছু ছবিতে আছে ‘ঢাকা অ্যাটাক’ টিম। বুঝতে বাকি নাই যে তারা এখন মরুভূমিতে বিচরণ করছেন।

দুবাইয়ের বেশ কিছু সিনেমা হলে মুক্তি পেয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’। সিনেমার প্রচারণা করতে দুবাই গিয়েছিলো ‘ঢাকা অ্যাটাক’ টিম। সিনেমাটির অভিনেতা-অভিনেত্রী ও কুলাকুশলীদের সংবর্ধনাও দেয় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা।

আমিরাতে সিনেমাটির পরিচালক দীপংকর দীপন, কাহিনীকার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সানি সানোয়ার, নায়ক আরেফিন শুভ ও নায়িকা মাহিয়া মাহি সবাই প্রচারণায় অংশ নেন।

মাহির ফেসবুকে সম্প্রতি দেখা গেছে বেশ কিছু ছবি। যে ছবিগুলোতে বেশ ফুরফুরা মেজাজে ছিলেন তিনি। প্রচারণার কাজ শেষ করে তিনি ঘুরে বেড়ান মরুভূমির মনোরম সব লোকেশনে। সঙ্গে ছিলো স্বামী অপু। আরও ছিলো ঢাকা অ্যাটাক টিমের সবাই।

অবশ্য আজ তিনি ফেসবুকে লিখেছেন ‘কামিং ব্যাক টুমরো’। অর্থাৎ আগামীকাল তিনি দেশে আসছেন বলে আশা করা যচ্ছে।

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি