ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সুস্থ আছেন ডিপজল, দেশে ফিরছেন কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:০২, ৯ নভেম্বর ২০১৭

অভিনেতা ডিপজল এখন অনেকটাই সুস্থ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার ফ্লাইটে দেশে ফিরছেন তিনি।

খবরটি জানিয়েছেন অভিনেতা ডিপজলের কন্যা অলিজা মনোয়ার। ডিপজল দেড় মাসের বেশি সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চলচ্চিত্রের অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের মেয়ে ফেসবুকে আগেই জানিয়েছিলেন যে, ৩০ অক্টোবর হৃদরোগে আক্রান্ত ডিপজলের সফল অস্ত্রোপচার হয়। এখন তিনি সবার দোয়ায় সুস্থ।

গত ১৯ সেপ্টেম্বর বিকেলে হৃদরোগে আক্রান্ত হন ডিপজল। ওই সময় তাকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য পরের দিন বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি