ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমান খান বিবাহিত, রয়েছে স্ত্রী ও সন্তান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ২১ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৫০, ২১ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সালমান খানের বিয়ে নিয়ে আলোচনা যেনো থামছেই না। এতো দিন প্রশ্ন ছিলো- কবে বিয়ে করবেন সলমন খান? সঙ্গীতা বিজলানি থেকে ঐশ্বরিয়া। ক্যাটরিনা কিংবা ইউলিয়া। ‘ভাইজানে’-র জীবনে একের পর এক বান্ধবীর প্রবেশ ঘটেছে। কিন্তু কেউ ই স্থায়ী হয়নি। আর তাই বলিউডের অন্যতম ‘এলিজিবল ব্যাচেলর’ কবে বিয়ে করবেন, তা নিয়ে জল্পনার শেষ নেই। কিন্তু, সম্প্রতি বেশ কয়েকটি সূত্র থেকে একটু ভিন্ন রকম গুঞ্জন শোনা যাচ্ছে।

সোশ্যাল সাইটে সম্প্রতি সালমানের বিয়ে নিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ পেয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু মানুষ দাবি করেছেন, সালমান বিবাহিত। তাঁর স্ত্রী ভারতীয় নন, তিনি বিদেশে থাকেন। এমনকী, সালমানের নাকি এক সন্তানও রয়েছে।

এখানেই শেষ নয়, সালমানের স্ত্রী-সন্তানের কথা তাঁর কাছের মানুষরা জানেন বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি সালমান কেন বিয়ে করছেন না? তিনি তো একজন মানুষ। তাই তাঁরও স্ত্রী-সন্তান থাকতে পারে- এমন মতামতও শোনা যাচ্ছে।

তবে সম্পর্ক নিয়ে বরাবরই বেশ খোলামেলা সালমান খান। কিন্তু বর্তমান সময়ের আলোচিত এই ইস্যুতে এখনও কোন মন্তব্য করেননি তিনি।

সূত্র : জি নিউজ

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি