ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ধানমন্ডি আবাহনী মাঠে উচ্চাঙ্গসংগীত উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ১০ ডিসেম্বর ২০১৭

সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৬ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠে বসতে যাচ্ছে উচ্চাঙ্গসংগীত উৎসবের। ৫দিন ব্যাপি আয়োজিত এ আসর শেষ হবে ৩০ ডিসেম্বর। আগামী ১৮ ডিসেম্বর থেকে উৎসবের জন্য শাস্ত্রীয় সংগীতপ্রেমীরা নিবন্ধন করতে পারবেন।

নিবন্ধন করা যাবে www.bengalclassicalmusicfest.com এই ওয়েবসাইটে।

রোববার দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান বেঙ্গল ফাউন্ডেশন।

এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু, পরিচালক নুভা নাহিদ চৌধুরী, স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী ও ব্র্যাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কমিউনিকেশনস জারা জাবীন মাহবুব।

আবুল খায়ের লিটু বলেন, এ বছর স্থান সমস্যার কারণে প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম উৎসব না করার। কিন্তু সবার ভালোবাসা, সমর্থন ও প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে শেষ পর্যন্ত উৎসব হতে যাচ্ছে।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি