ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ মাতাবেন জেমস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৪, ২৬ ডিসেম্বর ২০১৭

দেশে ও দেশের বাইরে ব্যাপক জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউল জেমস। বেশ কয়েক বছর ধরে নতুন কোনো গান প্রকাশ করছেন না এ তারকা। প্লেব্যাকে তাকে নিয়মিত না পাওয়া গেলেও দেশে-বিদেশে নিয়মিত স্টেজ মাতিয়ে যাচ্ছেন তিনি।

এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কনসার্টে অংশ নিতে নারায়ণগঞ্জ যাচ্ছেন এ রকস্টার।

নাসিম ওসমান মেমোরিয়াল ইকো পার্কের ১ম বর্ষপূর্তি উপলক্ষে মঞ্চ মাতাবেন জেমন। ৩০ ডিসেম্বর ‘সেলিব্রশন কনসার্ট অ্যান্ড উইন্টার ফেস্টিভ্যাল ২০১৭’ শিরোনামের এ কনসার্টের মাধ্যমে নারায়ণগঞ্জের ভক্তদের জন্য গাইবেন তিনি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রথমবারের মতো এত বড় পরিসরে এমন কনসার্টের আয়োজন করেছেন তারা। যার প্রধান আকর্ষণ প্রথম সারির এ ব্যান্ড তারকা।

মূলত নারায়ণগঞ্জের জেমস ভক্তদের কথা মাথায় রেখেই এ আয়োজন করা হয়েছে। এ কনসার্ট ১১টায় শুরু হলেও মূল অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়।

‘নম অ্যানিভারসারি সেলিব্রেশন কনসার্ট’-এ আরও অংশগ্রহণ করবেন এ প্রজন্মের আরও দুই সঙ্গীতশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া এবং পারভেজ।

স্টেজে গাইবেন তরুণ ব্যান্ড দলের ‘বায়ান্ন’-এর সদস্যরা।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি