ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পার্সন অফ দ্য ইয়ার আনুশকা শর্মা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ২৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

নতুন পালক যোগ হল আনুশকা শর্মার মুকুটে। সম্প্রতি পিপল ফর এথিকাল ট্রিটমেন্ট অব অ্যানিমেল (পিইটিএ)-র পক্ষ থেকে মিসেস কোহলিকে দেওয়া হল পার্সন অফ দ্য ইয়ারের খেতাব।

মূলত, পশুপ্রেমী তারকাদেরই দেওয়া হয় খেতাব। আনুশকার বাড়িতে ডুড নামে পোষা কুকুর তো রয়েছেই। পাশাপাশি পশুদের রক্ষা করার পাশাপাশি তার নিষ্ঠুরতা মুক্ত NUSH ক্লোদিং লাইন চালু করার প্রচেষ্টাও উল্লেখযোগ্য।

সম্প্রতি পশুদের জন্য মুম্বইয়ের রাস্তায় গাড়ির গতি নিয়েও প্রতিবাদ জানান আনুশকা। এছাড়া, আতশবাজির নিয়ে কুকুরদের ভয় দেখানো নিয়ের সোচ্চার হন এই বলি ডিভা। পাশাপাশি তিনি একজন নিরামিশাষীও। ২০১৫ সালে তিনি হটেস্ট ভেজিটেরিয়ান সেলিব্রিটি-র খেতাবও পান।

পিইটিএ-র অ্যাসোসিয়েটেড ডিরেক্টর সচিন বঙ্গেরা একটি বিবৃতিতে পশুদের নিয়ে আনুশকার উদারতা এবং উদ্যোগের কথা তুলে ধরেন। আনুশকাকে এই সম্মান দিয়ে তারা গর্বিত বলেও জানান।

সূত্র : এনডিটিভি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি