ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাপ্পী বিয়ে করলে আত্মহত্যার হুমকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৪, ২৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকাই সিনেমার তরুণ চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। ক্যারিয়ারের শুরু থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এই নায়ক। রোমান্টিক সিনেমার প্রেমিক বাপ্পী রিয়েল লাইফেও অনেক তরুণীর ক্রাশ। তাইতো প্রেমের গুঞ্জন পিছু ছাড়ছে না এ তারকার। আজকে এই নায়িকা তো কাল ওই নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেছে এতোদিন।

এমন কী মিডিয়ার বাইরের একটি মেয়েকে বিয়ে করেছেন এমন খবরও প্রকাশিত হয়েছে বাপ্পীকে নিয়ে। বছর শেষেও অপু বিশ্বাসের কথিত প্রেমিক হিসেবে তাকে নিয়ে খবর প্রকাশ পায়। আর এটি নিয়ে সরগম ছিল শোবিজ অঙ্গন।

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে একটি মেয়ে লাইভে এসে বলেছে- সে বাপ্পীকে ভালোবাসে। বাপ্পী অন্য কোথাও বিয়ে করলে সে আত্মহত্যা করবে। তার এমন কথার লাইভ ভিডিওটি ফেসবুকের চলচ্চিত্র বিষয়ক অনেক গ্রুপেই শেয়ার হতে দেখা গেছে। ভিডিওটির নিচে কমেন্টেরও বন্যা বয়ে যাচ্ছে।

জানা গেছে, বাপ্পী চৌধুরী নিজের জন্মদিনে ঘোষণা দেনে যে- আগামী বছর বিয়ে করবেন তিনি। আর এমন ঘোষণা দেয়ার পর থেকেই লাইভে এসে মেয়েটি এমন হুমকি দিয়ে যাচ্ছে। তবে তার এ লাইভ ভিডিও বাপ্পী চৌধুরীর চোখে পড়েছে কিনা তা এখনও জানা যায়নি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি