ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ইউটিউব মাতাচ্ছেন জোভান-মেহজাবীন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:১৫, ২ জানুয়ারি ২০১৮

নতুন প্রজন্মের জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও মেহজাবীন চৌধুরী। বেশ কিছু নাটক-টেলিছবিতে তারা জনপ্রিয়তা পেয়েছেন জুটি বেঁধে। এরই ধারাবাহিকতায় গত বড়দিনে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হয়েছে তাদের নতুন নাটক ‘তোমার জন্য মন’। প্রচারের পরপরই এটি ইউটিউবে আপলোড করা হয়। ইতিমধ্যেই ইউটিউবে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে নাটকটি।

মাত্র এক সপ্তাহের মধ্যে নাটকটি ১২ লাখের বেশি দর্শক দেখেছেন। শুধু তাই নয়, নাটকটি দেখে সবাই ইউটিউবে প্রসংশাও করছেন। বেশিরভাগ দর্শকই, ‘তোমার জন্য মন’কে অন্যতম সেরা রোমান্টিক নাটক হিসেবে স্বীকৃতি দিচ্ছেন।

নাটকটি প্রসঙ্গে অভিনেত্রী মেহজাবীন বলেন, ‘নাটকের গল্পটি খুবই চমৎকার ছিলো। চরিত্রগুলোও অতি মাত্রার কল্পনার দোষ থেকে মুক্ত। কাজ করতে গিয়েই অনুভব করেছিলাম এর ফিডব্যাক ভালো হবে। ইউটিউবে নাটকটি সবাই দেখছেন ও প্রশংসা করছেন শুনে আনন্দিত হয়েছি। এই প্রশংসাগুলোই সামনের দিনে ভালো কাজের প্রেরণা হয়।’

একই ইউনিভার্সিটির রসায়নের দু’জন ছাত্র-ছাত্রীর মধ্যকার প্রেমের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘তোমার জন্য মন’। এ নাটকের থিম সং হিসেবে ব্যবহৃত হয়েছে সালমান শাহ অভিনীত গান ‘ও আমার বন্ধু গো’। গানটি নতুন করে রেকর্ড করা হয়েছে।

‘তোমার জন্য মন’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, জোভান, পাভেল ইসলাম, আনন্দ খালেদ, লতা প্রমুখ।

নাটকটি দেখতে ক্লিাক করুন :

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি