ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ফারুকীর সিনেমায় যুক্ত হলেন পরমব্রত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৫, ৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:১৮, ৭ জানুয়ারি ২০১৮

অনেক দিন ধরে অভিনেতা জাহিদ হাসান বিভিন্ন জায়গায় মুখে দাঁড়ি নিয়ে ঘুরছেন। কিন্তু এর রহস্য তখন কেউ খুঁজে পায়নি। পরে জানা গেল মোস্তফা সরয়ার ফারুকীর নতুন নিনেমা ‘শনিবার বিকেল’ এর জন্যই তিনি এ বেশ ধারণ করেছেন।

মোস্তফা সারয়ার ফারুকীর এই ছবিতে অভিনয় করছেন ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানী। তার অভিনীত ছবি ‘ওমর’ অস্কারের জন্য মনোনীত হয়েছিল। এছাড়া আছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

এবার তাদের সঙ্গে যুক্ত হলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রত এখানে ‘পলাশ’ নামে একটি চরিত্রে অভিনয় করছেন। চরিত্রের জন্য ইতোমধ্যে পরমব্রত যে লুক ধারন করেছেন; তা দেখলে পরমব্রতকে ঠিক চেনা যায় না। একদম নতুন রূপে, নতুন চেহারায় দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। বর্তমানে ছবিটির শ্যুটিং চলছে। গত মাসের ৩০ তারিখ থেকে পরমব্রত নিয়মিত মহড়ায় অংশ নিচ্ছেন। জানুয়ারি মাসেই এর শ্যুটিং শেষ হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, এই ছবিতে আরো অনেকেই অভিনয়ের জন্য যুক্ত হয়েছেন, রয়েছেন অনেক চেনা মুখ। তাদের পরিচয় সামনে জানানো হবে।

‘শনিবার বিকেল’ ছবির প্রযোজনায় রয়েছেন জাজ মাল্টিমিডিয়া। এই সহ-প্রযোজক হিসেবে আছেন ছবিয়াল ও জার্মানির টেনডেম প্রোডাকশনস।

  

এসি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি