ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঢাকায় পরমব্রতর ব্যস্ত সময়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ৭ জানুয়ারি ২০১৮

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘শনিবার বিকেল’। এ সিনেমাতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা পরমব্রত। সিনেমার শুটিং এ অংশ নিতে বর্তমানে তিনি রয়েছেন ঢাকায়। টানা শুটিং এ ব্যস্ত সময় যাচ্ছে এই তারকার।
নির্মাতা সূত্রে জানা গেছে, বর্তমানে রাজধানীর কোক স্টুডিওতে এ সিনেমার দৃশ্যধারণের কাজ চলছে। সেখানে শুটিং করতে যুক্ত হয়েছেন কলকাতার এই নায়ক।
সিনেমায় শুটিং প্রসঙ্গে পরমব্রত বলেন, ‘এ সিনেমাতে আমাকে সমসাময়িক কাহিনীর একটি চরিত্রে দেখতে পাবে দর্শক। এখানে পলাশ নামের একটি চরিত্রে আমি অভিনয় করছি। সিনেমায় নতুন লুকে দেখা যাবে আমাকে।
তিনি আরও বলেন, ‘ফারুকী একজন গুণী নির্মাতা। গত ৩০ ডিসেম্বর থেকে মহড়াতে অংশ নিয়েছি। টানা শুটিং চলছে। জানুয়ারি মাসেই এ সিনেমার শুটিং শেষ হয়ে যাবে।’
সিনেমার প্রযোজক জাজ মাল্টিমিডিয়া, সহপ্রযোজক হিসেবে থাকছে ছবিয়াল ও জার্মানির টেনডেম প্রোডাকশনস।
প্রযোজনা সূত্রে জানা যায়, পরমব্রত ছাড়াও এ সিনেমাতে যুক্ত হবে আরও কিছু পরিচিত মুখ। যাদের পরিচয় শিগগিরই জানাবেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমাটিতে চিত্রগ্রাহক হিসাবে আছেন আজিজ জাম্বাকিয়েভ।
উল্লেখ্য, গত বছর মার্কিন বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’র কল্যাণে প্রথম জানা যায় ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমার কথা। ওই সময় জানা যায়, এতে অভিনয় করবেন ফিলিস্তিনের চলচ্চিত্র তারকা অভিনেতা ইয়াদ হুরানী এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এর কিছুদিন পর জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ভিন্ন লুক নিয়ে এ সিনেমা যুক্ত হন।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি