ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পলকের সেলফিতে শাহরুখ খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ২৩ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভারতের সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে সেলফিতে মেতে উঠলেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।   

বিশ্ব অর্থনৈতিক ফোরাম প্রদত্ত পুরস্কার ক্রিস্টাল অ্যাওয়ার্ড পাওয়ার পর অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্লানচেটের সঙ্গে ক্যামেরাবন্দি হলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। শাহরুখ ও কেটের সঙ্গে এ বছর আরো এই পুরস্কার পান ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জন।

এটি ছিল ২৪তম ক্রিস্টাল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। একই অনুষ্ঠানে শাহরুখকে ফ্রেমবন্দী করেছেন জুনাইদ আহমেদ পলক। সুইজারল্যান্ডের দাভোসে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই শাহরুখকে সেলফিতে নেন তিনি।

অনুষ্ঠানে, ভারতে নারী ও শিশুদের জন্য মীর ফাউন্ডেশন নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান খুলে এসিড ও নারী বার্ন ভিকটিমদের সেবা ও ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য কাজ করার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পান বলিউড তারকা শাহরুখ খান। 

 

এসি/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি