ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ডিপজল নিয়ে আসছেন বাদশা খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫০, ২৪ জানুয়ারি ২০১৮

বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মাঝখানে দীর্ঘ দিন চলচ্চিত্র থেকে বিরতির পর এবার নিয়ে আসছেন একর পর এক চলচ্চিত্র। সর্বশেষ তিনি কাজ করেছেন ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে।

নতুন বছরে তিনি নতুন একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। চলচ্চিত্রটির নাম ‘বাদশা খান’। এই ছবিতে তাকে পুরান ঢাকার প্রভাবশালী খান পরিবারের সন্তানের ভূমিকায় দেখা যাবে।    

চলচ্চিত্রটি পরিচালনা করবেন খ্যাতিমান নির্মাতা এফ আই মানিক। তিনি বলেন, ‘আমার নির্মিত ছবিতে এর আগেও ডিপজল অভিনয় করেছে। এই ছবিতেও তিনি নাম ভূমিকায় অভিনয় করবেন। দর্শক ডিপজলকে পছন্দ করেন। তাই বড় ধরনের ধামাকা নিয়ে আমরা হাজির হচ্ছি।’

তবে এই ছবির নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। কলকাতার ঋতুপর্ণা ঘোষ ছবিতে অভিনয় করতে পারেন। শিগগিরই কে অভিনয় করছেন সেটা জানানো হবে বলে জানান এফআই মানিক।  

এসি/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি